।। নিউজ ডেস্ক ।।
উলিপুর পৌরসভা নির্বাচনে আ.লীগ মনোনিত প্রার্থী (নৌকা) মামুন সরকার মিঠু ১৫ হাজার ৫’শ ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বী বিএনপি প্রার্থী (ধানের শীষ) মোঃ হায়দার আলী মিঞা পেয়েছেন ৭ হাজার ৪’শ ১৩ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাফেজ আতাউর রহমান (হাত পাখা) পেয়েছেন ৩ হাজার ৫’শ ২৮ ভোট ।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষনা করেন।
এবারের নির্বাচনে কাউন্সিলর পদে ৫১ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
উলিপুর পৌরসভার এ নির্বাচনে ১৮টি ভোট কেন্দ্রে ভোটাররা ভোট প্রয়োগ করেন। সকাল থেকে ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত এ ভোটে গোটা পৌর এলাকা ছিল উৎসব মুখর।
এ পৌরসভাটির মোট ভোটার ৩৭ হাজার ৯১৫জন। এরমধ্যে নারী ১৯ হাজার ৩৭৬ ও পুরুষ ভোটার ১৮ হাজার ৫৩৯ জন।
//নিউজ/উলিপুর//মালেক/জানুয়ারি/৩০/২১