।। নিউজ ডেস্ক ।।
উলিপুর পৌরসভার নির্বাচন শেষে চলছে ভোট গণনা।
শনিবার (৩০ জানুয়ারি) শেষ হওয়া পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে। এর আগে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, ১৮টি কেন্দ্রের ভোট গ্রহণ সুষ্ঠুভাবে শেষ হয়েছে। এখন গণনা চলছে।
এ নির্বাচনে ভোটাররা ১৮ টি ভোট কেন্দ্রের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ৫১ জন ও ১৩ জন সংরক্ষিত মহিলা প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।
বিএনপি মনোনীত(ধানের শীষ) প্রার্থী হায়দার আলী মিঞা সাংবাদিকদের বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন হয়েছে। যে কোন ফলাফল মেনে নিবেন তিনি।
মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত আলহাজ্ব মামুন সরকার মিঠু(নৌকা), বিএনপি মনোনীত উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞা(ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাফেজ আতাউর রহমান(হাত পাখা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।