।। নিউজ ডেস্ক ।।
উলিপুর পৌরসভার বিএনপি প্রার্থীর পক্ষে টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে গণপিটুনীর শিকার এক বিএনপি নেতা এখন জেল-হাজতে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (জানুয়ারি ২৬) রাত ১১টার দিকে পৌর শহরের মুন্সিপাড়া এলাকায়। পরে গণপিটুনীতে আহত বিএনপি নেতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ। বুধবার দুপুরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে লোকজনসহ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিলিটারী পৌর শহরের মুন্সিপাড়ায় টাকা দিয়ে ভোট কিনতে যায়। এসময় বিষয়টি জানতে পেরে স্থানীয় জনতা তাকে আটক করে গণপিটুনী দিয়ে আটকে রাখে। অবস্থা বেগতিক দেখে সাথের লোকজন দৌড়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে উলিপুর থানা পুলিশ আব্দুর রশিদ মিলিটারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেএক্স ভর্তি করায়। তবে গণপিটুনীর শিকার ওই বিএনপি নেতা জানান, ভোট কেনার বিষয়টি মিথ্যা। তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।
উলিপুর থানা অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, আটক ব্যক্তিকে প্রিভেন্টিক সেকশনে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকীব জানান, বিষয়টি শুনেছি। ওসি সাহেবের সাথে কথা বলেন, কেসটা তারা হ্যান্ডেলিং করেছে।
তৃতীয় ধাপে উলিপুর পৌরসভার ভোট গ্রহণ হবে আগামী ৩০ জানুয়ারী। এখানে বিএনপির ধানের শীষ প্রতীকে হায়দার আলী মিঞা, আওয়ামী লীগের আলহাজ¦ মামুন সরকার মিঠু ও পাতপাখা প্রতীক নিয়ে মেয়র পদে তিনজন প্রতিদ্বন্দিতা করছেন। নারী কাউন্সিলর পদে ১৩ এবং সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দিতা করছেন ৫১ জন। মোট ভোটার ৩৭ হাজার ৯’শ ১৫জন।
//নিউজ/উলিপুর//মালেক/জানুয়ারি/২৮/২১