|| নিউজ ডেস্ক ||
উলিপুর প্রেসক্লাবের ৩দিন ব্যাপী ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) সমাপনী দিনে সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন জাতীয় সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন ও সংগঠনের পতাকা উত্তোলন করেন আহবায়ক আনিছুর রহমান মিয়াজি।পরে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সন্ধ্যায় উলিপুর প্রেসক্লাবের আহবায়ক আনিছুর রহমান মিয়াজির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ও পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। এসময় চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
//নিউজ/উলিপুর//সুভাষ/জানুয়ারি/০৮/২১