।। জেলা প্রতিনিধি ।।
চিলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার আর নেই। সকলকে রেখে তিনি চলে গেছেন না ফেরার দেশে। বৃহষ্পতিবার ভোর ৫টা ৩০ মিনিটে রংপুর ডক্টর কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় বর্ষিয়ান এই রাজনীতিবীদ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি শ্বাসকষ্ট জনিত রোগে শয্যাশয়ী ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বর্ষিয়ান এই রাজনীতিবীদ চিলমারী উপজেলা আওয়ামী লীগের টানা ৩৩ বছর সাধারণ সম্পাদক ও চিলমারী উপজেলা পরিষদের ২ বারের ভাইস চেয়ারম্যান ছিলেন।
তার মৃত্যুতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি, আওয়ামী লীগের কুড়িগ্রাম জেলা সভাপতি মোঃ জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্, চিলমারী উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদ, আওয়ামী ও সকল সহযোগী সংগঠন, সাপ্তাহিক যুগের খবর, চিলমারী প্রেস ক্লাব, বিএনপি, জাতীয় পার্টি, জাকের পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, প্রেসক্লাব শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বাদ আছর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে চিলমারীর গণমানুষের নেতা খ্যাত বর্ষিয়ান রাজনীতিবীদ আব্দুল কুদ্দুছ সরকারের মরদেহ।
এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি হেলিক্যাপ্টার যোগে চিলমারী এসে জানাযা নামাজে শরীক হবেন।
//নিউজ/উলিপুর//সুভাষ/জানুয়ারি/০৭/২১