।। জেলা প্রতিনিধি ।।
ভূরুঙ্গামারী উপজেলায় অগ্নিকান্ডে বসত বাড়ি ও গুদাম পুড়ে ছাই হয়েছে। এতে আনুমানিক ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার(জানুয়ারি ০৫) রাতে উপজেলা বাসস্ট্যান্ডের পূর্ব দিকে পশ্চিম গছিডাঙ্গা এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে সিকান্দার আলী (ব্যাপারীর) বাড়ির ৮টি কক্ষ পুড়ে যায়। এ বিষয়ে বাড়ির মালিক সিকান্দার আলী জানান, বাসাটির ৪টি কক্ষে সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট রাবিউল ইসলাম ভাড়া থাকতেন। এছাড়া সেখানে কুমিল্লা বেকারী ও শিশির ট্রেডার্সের গুদাম ছিল। অগ্নিকান্ডে বাড়ির ৮টি কক্ষই ভস্মীভূত হয় এবং সবমিলে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ভাড়াটিয়া রাবিউল ইসলাম ও কুমিল্লা বেকারীর স্বত্বাধিকারী দীন মোহাম্মদ জানান, অগ্নিকান্ডে তাদেরও বাসায় থাকা নগদ ১ লাখ ১০ হাজার টাকা, একটি মোটরসাইকেল, আসবাবপত্র ও জমির দলিলসহ গুদামে থাকা তেল, ডালডা, চিনি, ময়দা, পলিথিন ও অন্যান্য মালামালপুড়ে গেছে। এতে তাদের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শিশির ট্রেডার্সের মালিক সামসুর রহমান শিশির বলেন, আমার প্রতিষ্ঠানেও বিভিন্ন কোম্পানীর প্রায় ৫ লাখ টাকার ভোগ্য পণ্য ছিল। আগুনে সব পুড়ে গেছে।
অগ্নিকান্ডের খবর পেয়ে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার ইমন মিয়া জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত করে আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটন করা হবে।
//নিউজ/কুড়িগ্রাম//চন্দন/জানুয়ারি/০৬/২১