।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে অভ্যন্তরীন ধান চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। রোববার (০৩ জানুয়ারী) দুপুরে খাদ্য গুদাম চত্বরে ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার নুর-এ-জান্নাত রুমি, থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হেমন্ত কুমার বর্মন, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আমজাদ হোসেন, ধামশ্রেনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাকিবুল হাসান সরদার ও কৃষক প্রতিনিধি পার্থ সারথী সরকার প্রমুখ।
উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে ২৬ টাকা দরে ৯শ ৯২ মেঃ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এছাড়া ৩৭ টাকা দরে ৭শ ৮৬ মেঃ টন সিদ্ধ চাল ও ৩৬ টাকা দরে ৪৩ মেঃ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। ধান চাল সংগ্রহ অভিযান ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।
//নিউজ/উলিপুর//চন্দন/জানুয়ারি/০৪/২১