।। নিউজ ডেস্ক ।।
উলিপুর পৌরসভা নির্বাচনের প্রার্থীদের মনোননয়পত্র বাছাই সম্পন্ন করা হয়েছে। ঘোষিত তফশিল অনুযায়ী রবিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে প্রার্থীদের মনোননয়পত্র বাছাইয়ে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত ১৩ জন ও ৫০ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ জাহাঙ্গীর আলম রাকিব। ৭নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিল সাইফুল ইসলাম ও ৮ নং ওয়ার্ডের আবু তালেবের মনোনয়ন ঋণ খেলাপির কারণে অবৈধ ঘোষণা করা হয়েছে।
গত বৃহস্পতিবার ( ৩১ ডিসেম্বর) নির্ধারিত সময়সীমায় উলিপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত আলহাজ্ব মোঃ মামুন সরকার, বিএনপি’র হায়দার আলী মিঞা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আতাউর রহমান মনোনয়ন দাখিল করেন।
এছাড়াও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ১,২ ও ৩ নং ওয়ার্ডে ৩ জন, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে ৫ জন, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে ৫ জন, সাধারণ সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে ৫ জন, ২ নং ওয়ার্ডে ৮ জন, ৩ নং ওয়ার্ডে ২ জন, ৪ নং ওয়ার্ডে ৪ জন, ৫ নং ওয়ার্ডে ৮ জন, ৬ নং ওয়ার্ডে ৫ জন, ৭ নং ওয়ার্ডে ৬ জন, ৮ নং ওয়ার্ডে ৮ জন ও ৯ নং ওয়ার্ডে ৬ জন মনোনয়ন দাখিল করেন।
//নিউজ/উলিপুর //মালেক/জানুয়ারি /৩/২১