।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে দুর্যোগে নারী নেতৃত্বাধীন সোসাল এ্যাক্টর সম্মিলিতভাবে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ, আশ্রয় কেন্দ্রের সুষ্ঠু ব্যবস্থাপনা ও বিপদগ্রস্থ প্রতিবন্ধী ব্যক্তি, বান্ধব স্যানিটেশনের লক্ষ্যে মানবিক সাড়া প্রদানের উপর দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) উলিপুর বণিক সমিতির কার্যালয়ে এ্যাম্পাওয়ারিং লোকাল এন্ড ন্যাশনাল হিউম্যানিটারিয়ান এ্যাক্টরস (এলনা) প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নারী এ্যাসেসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ (নারী) সংগঠনের আয়োজনে ও অক্সফাম বাংলাদেশের অর্থায়নে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি। এছাড়াও মহিদেব যুব সমাজ কল্যান সমিতি (এমজেএসকেএস) এর সহযোগিতায় কর্মশালায় উপস্থিত ছিলেন, নারী সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন, সভাপতি ছবি বেগম, এএফএডি কুড়িগ্রামের নির্বাহী পরিচালক সাইদা ইয়াসমিন, তৃণমূল নারী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাহমিনা আক্তার,ইউপি সদস্য ফরিদা ইয়াসমিন, এলনা প্রকল্পের ম্যানেজার শচীন সরকারসহ জেলার বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক উপস্থিত ছিলেন। কর্মশালায় দুর্যোগ চলাকালীন সময় নারীদের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।