।। নিউজ ডেস্ক ।।
উলিপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন মো. মামুন সরকার (মিঠু)। শনিবার (ডিসেম্বর ২৬) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়।
বৈঠক শেষে রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় মেয়র প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। তালিকায় উলিপুর উপজেলার পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে মো. মামুন সরকার মিঠুর নাম প্রকাশ করা হয়।
দলীয় মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মো. মামুন সরকার মিঠু বলেন, `আমাকে মনোনয়ন দেওয়ায় প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সবার দোয়া ও সহযোগিতায় নির্বাচিত হতে পারলে বঙ্গবন্ধুর সোনার বাংলা আর নেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলা গড়ার প্রত্যয় নিয়ে উলিপুর পৌরসভাকে মডেল হিসেবে গড়ে তুলতে চাই।’
শনিবারের বৈঠক শেষে উলিপুরসহ দেশের ৬৪ পৌরসভার নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় তৃতীয় ধাপের এসব পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা।
সূত্রঃ samakal