। নিউজ ডেস্ক ।।
উলিপুরে করোনায় ক্ষতিগ্রস্তের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এলাকার প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারগুলো এসব ত্রাণ পায় ।
রবিবার (২০ ডিসেম্বর) দুপুরে উলিপুরে পৌরসভা কার্যালয়ে ১০৫ টি পরিবার ত্রাণ গ্রহণ করে।
এছাড়া উপজেলার বুড়াবুড়ি ও ধামশ্রেনী ইউনিয়নে ২১৮ জন ত্রাণ সহায়তা পেয়েছে।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল নগদ অর্থ, কাপড় ধোয়ার গুড়া সাবান, বারোমাসি ফল ও সবজি চারাগাছ, সবজি বীজ ও ১০টি করে কাপড়ের মাস্ক।
স্থানীয় হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল হিউমিনিটি এন্ড ইনক্লুশনের পক্ষ থেকে এসব ত্রাণ দেয়া হয়।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, উলিপুর পৌরসভার কাউন্সিলর আমিনুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী শাহিনুর ইসলাম, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল হিউমিনিটি এ্যান্ড ইনক্লুশনের কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা, আতাউর রহমান, সালমা খাতুন, আবদুল মতিন প্রমুখ।
/নিউজ/উলিপুর//চন্দন/ডিসেম্বর/২০/২০