।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে এক মেডিকেল শিক্ষার্থীর। তার নাম শহিদুল ইসলাম অলি।
শহরের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্র ছিল সে। পড়ত কলেজের শেষ শিক্ষাবর্ষে।
অলির মৃত্যুতে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টির হয়েছে। সুষ্ঠু বিচারের দাবিতে শনিবার এলাকাবাসী মানববন্ধন করেছে।
সূত্র মতে, অলি প্রাইম মেডিকেল কলেজে হোস্টেলে থেকে পড়াশুনা করত।
১৭ ডিসেম্বর রাত ১০ টায় নিজ কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
পুলিশ মৃত দেহ রংপুর মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠায়।
মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এ মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেছে।
অন্যদিকে মৃত অলির পরিবার একে সুপরিকল্পিত হত্যাকাণ্ড বলে পুলিশকে জানিয়েছে।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। শনিবার পর্যন্ত মৃতের ময়না তদন্ত রিপোর্ট জানতে পারেনি মিডিয়া কর্মীরা।
এদিকে দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে অলির রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।
মানববন্ধনে অংশ নেয় অলির বাবা, মা, এলাকাবাসী ও তার বন্ধু বান্ধবরা। তাদের দাবি অলিকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন জুলেন, রাকিব, বাঁধন, মিশু, রোমান, ছাত্রনেতা সাকিব।
তারা সকলে প্রশাসনের কাছে অলি মৃত্যুর সুষ্ঠু বিচারের দাবি করেছেন।
মানববন্ধন শেষে এলাকাবাসী জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন।
/নিউজ/কুড়িগ্রাম//চন্দন/ডিসেম্বর/১৯/২০