।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে জন্ম তারিখ পরিবর্তন করে ৯ম শ্রেণী পড়ুয়া কিশোরীকে বাল্য বিয়ে করার অপরাধে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান আবু তালেব সরকারকে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
গত ১ নভেম্বর (রবিবার) ৪৫ বছর বয়সী ওই চেয়ারম্যান জন্ম তারিখ জালিয়াতির মাধ্যমে একই ইউনিয়নের দোলন গ্রামের প্রতিবন্ধি ওসমান গনি সরকার ওরফে বাচ্চুর ৯ম শ্রেণী পড়ুয়া বকসীগঞ্জ রাজিবিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বর্নিতা ওসমান বর্নিকে বিয়ে করেন। বাল্য বিয়ের খবরটি বিভিন্ন অনলাইন পোর্টাল সহ স্থানীয় ও জাতীয় দৈনিক প্রকাশ হলে দেশ জুড়ে সমালোচনার ঝঁড় উঠে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার তদন্ত করে সত্যতা পান। তদন্ত প্রতিবেদন অনুযায়ী (১৫ ডিসেম্বর) তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান আবু তালেব সরকারের বহিস্কার আদেশ পাওয়ার কথা স্বীকার করেছেন।
//নিউজ/উলিপুর//মালেক/ডিসেম্বর/১৭/২০