।। জেলা প্রতিনিধি ।।
নাগেশ্বরী উপজেলার সীমান্তবর্তী একটি বাড়ি থেকে একটি দেশিয় পিস্তল ও চার রাউন্ড গুলিসহ মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে বিজিবির একটি দল অভিযান চালিয়ে উপজেলার সীমান্ত পিলার ৯৪৭/৫-এস হতে ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম রামখানা (মিস্ত্রিটারী) গ্রামের ফজলে রহমান (৫২) নামে এক চোরাকারবারীর বাড়ি থেকে এসব অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করে।
বিজিবি ১৫ ব্যাটালিয়ন, লালমনিরহাট ব্যাটালিয়ন সদর থেকে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি জানায়, অনন্তপুর বিওপির দায়িত্বপুর্ণ এলাকার সীমান্ত পিলার ৯৪৭/৫-এস হতে ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম রামখানা (মিস্ত্রিটারী) গ্রামে চিহিৃত চোরাকারবারী ফজলে রহমানের বাড়িতে অস্ত্র গোলাবরুদ ও মাদকদ্রব্য মজুদ রাখার খবরে বৃহস্পতিবার মধ্যরাতে ওই বাড়িতে অভিযান চালায় বিজিবি। । স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে রাত ২ টার দিকে ওই বাড়িতে তল্লাশিকরে বাড়ির টয়লেটের ছাদের উপর বস্তায় ভর্তি ৮ কেজি গাঁজা, ৪৩৪ পিচ ইয়াবা এবং ৪ রাউন্ড গুলিসহ একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়। এসময় বিজিবির অভিযান টের পেয়ে অভিযুক্ত ফজলে রহমান পালিয়ে যায়।
বিজিবি জানায়, এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য ও স্থানীয় কয়েকজনকে স্বাক্ষী করে ফজলে রহমানকে পলাতক দেখিয়ে নাগেশ্বরী থানায় একটি মামলা করা হয়েছে।
//নিউজ/উলিপুর//চন্দন/ডিসেম্বর/১৭/২০