|| নিউজ ডেস্ক ||
উলিপুরে মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিশ বার তোপধ্বনি, পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সকল রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো বঙ্গবন্ধুর ম্যুরাল, একাত্তরের গণ কবর ও স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এসময় কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, উলিপুর থানা অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ কবির উদ্দিন সরকার, উলিপুর প্রেসক্লাবের আহবায়ক আবু সাঈদ সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রুবেল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দুপুরে উপজেলা পরিষদের সামনে বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের মাঝে একটি করে কম্বল ও ছাতা বিতরণ করা হয়।
/নিউজ/উলিপুর//মালেক/ডিসেম্বর/১৬/২০