।। নিউজ ডেস্ক।।
“মহামারী জয় করি, কমলা রঙে বিশ্ব গড়ি” স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ও তবকপুর ইউনিয়নে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২০ পালন করা হয়।
দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় গুনাইগাছ ইউনিয়ন পরিষদ চত্বরে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির (সিডা) অর্থায়নে আলোচনা সভা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, তবকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদার রহমান বকুল, গুনাইগাছ ইউনিয়ন পরিষদের সহকারী হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর তাসলিমা আক্তার উর্মি, ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্য মোখলেছুর রহমান।
আরো ছিলেন, ইউনিয়ন সোশ্যাল সাপোর্ট কমিটির সদস্য কানন চন্দ্র, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী লুৎফর রহমান, পিও রত্না রানী, পিএফ ভক্তি রানী, কানিজ ফাতেমা সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
শেষে কিশোর-কিশোরীদের নিয়ে মানবাধিকার দিবসের উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
//নিউজ/উলিপুর//মালেক/ডিসেম্বর/১০/২০