।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যবৃন্দের টাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে উলিপুর থানা চত্বরে এই কর্মসূচি চলে।
সংগঠনের অধিকাংশ সদস্য স্কুল পড়ুয়া শিক্ষার্থী। টিফিনের টাকা বাঁচিয়ে গাছের চারা কিনে তারা এই কর্মসূচি পালন করে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। তিনি শিক্ষার্থীদের গাছের চারা হাতে দিয়ে মাদক, বাল্য বিবাহ ও ধর্ষণ বিরোধী শপথ পড়ান।
শিক্ষার্থীরা মাদক ও ধর্ষণকে লাল কার্ড দেখান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির।
এছাড়াও সংগঠনটির সদস্য নাজমুল ইসলাম নিহাদ, বায়েজিদ বোস্তামি জিন্না, আরিফুল ইসলাম, শাকিল হাসান আমিন, মাসুদ আমিন বায়েজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কুমিল্লা জেলায় প্রতিষ্ঠিত লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যবৃন্দ টিফিনের টাকা বাঁচিয়ে প্রতিবছর এক লাখ গাছের চারা বিতরণ করে থাকে। কিন্তু করোনাকালে স্কুল-কলেজ বন্ধ থাকার পরও ৬০টি জেলায় ৯৬ হাজার গাছের চারা বিতরণ করা তারা।
//নিউজ/উলিপুর//মালেক/ডিসেম্বর/৯/২০