।। নিউজ ডেস্ক ।।
আসন্ন উলিপুর পৌরসভা নির্বাচনে তৃণমূল কর্মীদের প্রত্যক্ষ ভোটে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন সাবেক ছাত্রনেতা মামুন সরকার মিঠু। উপজেলা পরিষদ চত্তরে মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধায় উলিপুর পৌর আওয়ামীলীগের ৬৭ জন কাউন্সিলরের মধ্যে ৬২ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনার সাথে যুক্ত একাধিক সূত্রের তথ্যমতে, আওয়ামীলীগ দলীয় প্রার্থী হিসেবে প্রাথমিক ভাবে ২৫ ভোট পেয়ে মেয়র প্রার্থী মামুন সরকার মিঠু প্রথম, ১৯ ভোট পেয়ে জাহাঙ্গীর আলম দ্বিতীয়, ১২ ভোট পেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার তৃতীয় ও ৫ ভোট পেয়ে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নিমাই সিংহ চতুর্থ স্থান অধিকার করেন।
নির্বাচন পরিচালনার সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য এম এ মতিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টুসহ স্থানীয় নেতারা। এ সময় বিপুল সংখ্যক নেতা কর্মী উপজেলা চত্তরে অবস্থান করছিলেন।
ফলাফল ঘোষনার পর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুর নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল শহর প্রদক্ষিণ করে।
//নিউজ/উলিপুর//সুভাষ/ডিসেম্বর/৯/২০