।। নিউজ ডেস্ক ।।
১৯৭১ সালের ৪ ডিসেম্বর উলিপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার নুর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও বাহাদুর আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উলিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রুহুল আমীন প্রমুখ।
//নিউজ/উলিপুর//সুভাষ/ডিসেম্বর/৪/২০