।। নিউজ ডেস্ক ।।
উলিপুুরে নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (নভেম্বর ৩) সকাল ১১ টায় উপজেলার অনন্তপুর স্কুল অ্যান্ড কলেজে এসব ত্রাণ বিতরণ করা হয়। দৈনিক সমকালের পাঠক সংগঠন ‘সুহৃদ সমাবেশ’ উদ্যোগে এই ত্রাণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে আর্থিকভাবে সহায়তা করে আল-খায়ের ফাউন্ডেশন।
ত্রাণ পাওয়া অধিকাংশ লোকজন ছিল উপজেলার হাতিয়া, বেগমগঞ্জ ও সাহেবের আলগা ইউনিয়নের। ত্রাণে প্রতিটি পরিবার ১৫ কেজি চাল, দুই লিটার সয়াবিন তেল ও এক কেজি করে আটা, চিনি, লবণ ও ডাল পায়।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার নুরে-এ-জান্নাত রুমি, থানা অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, দৈনিক সমকালের সহকারী সম্পাদক ও সুহৃদ সমাবেশের সমন্বয়ক সিরাজুল ইসলাম আবেদ, আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ও সুহৃদ সমাবেশের কেন্দ্রীয় সভাপতি তারেক মাহমুদ সজীব।
আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ কবির উদ্দিন সরকার, সমকালের উলিপুর প্রতিনিধি মোন্নাফ আলী, সুহৃদ সমাবেশ উলিপুর সভাপতি খোরশেদ আলম, হাতিয়া ইউপি চেয়ারম্যান বি.এম আবুল হোসেন বিএসসি, বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মণ্ডল, উলিপুর পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল মালেক প্রমুখ।
//নিউজ/উলিপুর//মালেক/ডিসেম্বর/৩/২০