।। নিউজ ডেস্ক ।।
১৯৩৯ সালের আজকের এই দিনে রাজারহাট উপজেলার নাজিম খাঁ ইউনিয়নের মনারকুঠি গ্রামে জন্মগ্রহণ করেন নিভৃতচারী এই লেখক।
সাহিত্যের প্রতি ভালোবাসা থেকে একে একে লিখে গেছেন ৫০টির বেশি উপন্যাস, লিখেছেন নাটক, কাব্য রচনায়ও রয়েছে বিচরণ।
নেপথ্যে লীলাময়, তেপান্তরের মাঠ, তিস্তা নদীর পাড়ে, মেথর সমাচার, রাজাকারের মের্জাই বদল, দিগ্বিজয়ীর কান্না, হাতবদল, তার উল্লেখযোগ্য উপন্যাস। এছাড়া সত্য ঘটনা অবলম্বনে “জালে ফেঁসেছিলো” “পরী ডানাকাটা” উপন্যাসটি তার সম্প্রতি প্রকাশিত উপন্যাস।
নিভৃতচারী এ লেখক তার প্রতিটি বইয়েই মানুষের বাস্তব জীবনের চিত্র অত্যন্ত নিঁখিতভাবে ফুটিয়ে তুলেছেন। যার ফলে দ্রুতই পাঠকদের মনে জায়গা করে নিতে পেরেছেন তিনি। নিম্নশ্রেণীর খেটে খাওয়া মানুষদের জীবন কাহিনী নিয়ে ফুটিয়ে তুলেছেন তার বেশ কিছু লেখায়।
আজ লেখকের জন্মদিনে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে অনেক শুভকামনা থাকবে। আল্লাহ্ তাকে দীর্ঘজীবী করুক এবং সুস্থ রেখে আরও আরও লেখার মাধ্যমে সমৃদ্ধ করুক সাহিত্য জগতকে এমনটাই চাওয়া তার সকল পাঠকদের। “শুভ জন্মদিন”।
সূত্রঃ rajarhatbd