।। জেলা প্রতিনিধি ।।
রৌমারী উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তে বিএসএফ’র গুলিতে শাহীনুর রহমান ওরফে ফকির চাঁদ (২৮) নামে এক বাংলাদেশী নিহত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ ও ৬৩ এর কাছে এ গুলির ঘটনা ঘটে।
বিজিবি ৩৫ ব্যাটেলিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদ এবং রৌমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মুনতাছের বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ফকির চাঁদ খাটিয়ামারী গ্রামের আবুল হাসেম এর পুত্র।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার দিবাগত রাতে (শনিবার) ১০/১২ জনের একটি দল সীমান্তে চোরাচালানের উদ্দ্যেশ্যে জড়ো হয়। এসময় তারা কাঁটাতার এর কাছে চলে গেলে ভারতের কুছনী মারা বিএসএফ ক্যাম্পের ৬ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে শাহীনুর রহমান ফকির চাঁদ গুলিবিদ্ধ হয়। এ সময় তার সঙ্গীরা তাকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।
বিজিবি ৩৫ ব্যাটেলিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদ জানান, সীমান্তে গুলির ঘটনায় বিএসএফকে প্রতিবাদ চিঠি দেয়া হবে।
এক প্রশ্নের জবাবে বিজিবি কমান্ডার বলেন, ‘ সীমান্তে চোরাকারবারীদের প্রতিহত করতে বিজিবি সক্রিয় রয়েছে। তবে স্থানীয়দের সহায়তা ছাড়া সেটা পুরিপুরি বন্ধ করা কষ্টসাধ্য। এজন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলের সহায়তা প্রয়োজন।’
//নিউজ/কুড়িগ্রাম//চন্দন/নভেম্বর/২১/২০