।। নিউজ ডেস্ক ।।
উলিপুরের পুর্বনাওডাঙা গ্রামের কানিপাড়া এলাকার মসজিদটি প্রায় ৩০ বছরের পুরোনো। পুকুর ভরাট করে পাটকাঠি ও টিনের ছাদে নির্মিত এই মসজিদের উদ্ধোধন হয়ে ১৯৯২ সালে। এরপর সময়ের ব্যবধানে টিনের দেয়াল ও কিছু সময় পর স্থানীয় লোকজনের সহযোগিতায় আধা পাকা এবং ১৯৯৮ সালে পুরোপুরি পাকা করা হয় মসজিদটি।
কিন্তু সাড়ে পাঁচ শতাংশ জমির এই ছোট মসজিদে যায়গা সংকুলান সহ নানান সমস্যা দেখা দেয়। উদ্যোগ নেয়া হয় মসজিদ পুনঃনির্মাণের। নির্মাণ ব্যয় ধরা হয় আনুমানিক ১৪ লক্ষ টাকা। ৭০ শতাংশ নির্মাণ ব্যায় বহনের জন্য এগিয়ে আসে কুয়েতের ‘কুয়েত সোসাইটি ফর রিলিফ’ নামের একটি ফাউন্ডেশন। তবে বাকী ৩০ শতাংশ ব্যয় নিয়ে চিন্তায় পরে এলাকাবাসী। স্থানীয় এলাকাবাসী, জনপ্রতিনিধি এবং প্রতিবেশি হিন্দু সম্প্রদায়ের সহযোগিতায় কাজ শুরু হলো মসজিদের। অসাম্প্রদায়িক মনোভাবের এই মহৎ উদ্যোগে খুশি এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে মসজিদের পুনঃনির্মাণের উদ্ধোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর জমিদার রায়, সাবেক মহিলা কাউন্সিলর বিরোজা রানি, পরেশ চন্দ্র রায়, সুভাষ চন্দ্র রায়, মসজিদ কমিটির সভাপতি হাসান আলী, মেয়র পদপ্রার্থী মিঠু সরকার সহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা অসাম্প্রদায়িক চেতনার চর্চাকে স্বাগত জানিয়ে এর ধারাবাহিকতা রক্ষার এবং এই চেতনা ছড়িয়ে দেয়ার আহবান জানান।
//নিউজ/উলিপুর//সুভাষ/নভেম্বর/১৯/২০