।। জেলা প্রতিনিধি ।।
কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে করোনা সংক্রমনের ঝুঁকির দ্বিতীয় ধাপ প্রতিরোধে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে প্রচারণামূলক কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন।
‘মাস্ক পড়ুন, সেবা নিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দুপুর ১২ টা থেকে ১২ টা ৩০ মিনিট পর্যন্ত ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে এ কর্মসূচী পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম ও পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।
একই সময়ে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের নির্দেশে জেলা ও উপজেলার সকল সরকারী ও বেসরকারী দপ্তরের সামনে অবস্থান নিয়ে প্রচারণা চালানো হয়।
কর্মসূচী পালন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, আসন্ন শীতে করোনার দ্বিতীয় ঝুকি মোকাবেলায় জেলার সকল সরকারী ও বেসরকারী দপ্তরে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। সকল দপ্তরে সেবা গ্রহীতাদের মাস্ক ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি মাস্ক পড়া নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট কাজ করছে। এই প্রচারণামূলক কার্যক্রমের পর মাস্ক ব্যবহারে মোবাইল কোর্ট পরিচালনা আরো কঠোর হবে বলে জানান তিনি।
//নিউজ/কুড়িগ্রাম//চন্দন/নভেম্বর/১৮/২০