।। নিউজ ডেস্ক ।।
উলিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে হাতিয়া গণহত্যা দিবস পালিত হয়েছে। শুক্রবার (নভেম্বর ১৩) সকালে গণহত্যা স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও কালো পতাকা অর্ধনমিতকরণ, পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। হাতিয়া অনন্তপুর বাজারে গণহত্যা স্মৃতিসৌধ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীর বিক্রম।
এসময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমডি ফয়জার রহমান, গোলাম মোস্তফা, উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন, জেলা পরিষদ সদস্য রেজাউল ইসলাম লিচু, হাতিয়া ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন, হাতিয়া ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি শাইখুল ইসলাম নয়া প্রমুখ। দোয়া পরিচালনা করেন বালাচর নাছিরিয়া ফাজিল ডিগ্রী মাদরাসার আরবী প্রভাষক মা.সিরাজুল ইসলাম। উল্লেখ্য, ১৯৭১ সালের (১৩ নভেম্বর) এই দিনে পাক-হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসর রাজাকার, আল-বদর ও আল-সামস বাহিনীর সহযোগিতায় হাতিয়া ইউনিয়নের অনন্তপুর, দাঁগারকুটি, হাতিয়া বকসি, রামখানা ও নয়াদাড়া গ্রামের ৬৯৭ জন মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে।
//নিউজ/উলিপুর//মালেক/নভেম্বর/১৩/২০