|| নিউজ ডেস্ক ||
অনলাইন শিক্ষার জন্য সারাদেশে সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাশ্রয়ী এবং কাস্টমাইজড ডেটা প্যাক সরবরাহের লক্ষ্যে গ্রামীণফোন সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) – এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
এ বছর করোনাভাইরাস সংকটের সূচনা হওয়ার পরে জিপি নিজ উদ্যোগ তার গ্রাহকদের জন্য বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ নিয়েছে বলে জিপির পক্ষ থেকে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সাস্ট ও বুয়েটসহ সারাদেশের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে সাশ্রয়ী মূল্যে শিক্ষার্থীদের জন্য অনলাইনে শিক্ষামূলক সাশ্রয়ী এবং কাস্টমাইজড ডেটা প্যাক সরবরাহ করেছে গ্রামীণফোন ।
ইউজিসির সাথে স্বাক্ষরিত সমঝোতা অনুসারে, কাস্টমাইজড এবং সাশ্রয়ী মূল্যের ডেটা প্যাকটি সেই সব সরকারী এবং বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোতে সরবরাহ করা হবে যেসব বিশ্ববিদ্যালয় এই মহামারীতে শিক্ষার্থীদের ভার্চুয়াল ক্লাসে অ্যাক্সেস অব্যাহত রাখতে এই সুবিধাটি গ্রহণ করতে আগ্রহী।
জিপি কর্তৃপক্ষ এখনো এই প্যাকগুলোর নাম এবং ব্যয়ের তালিকা দেয়নি।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারপারসন কাজী শহিদুল্লাহ বলেছেন, ‘সংকট যখন দীর্ঘায়িত হয়েছে এবং আমরা চিহ্নিত করেছি যে শিক্ষার্থীরা তাদের প্রত্যন্ত অঞ্চলে সাশ্রয়ী ও মানসম্পন্ন ইন্টারনেট নিয়ে লড়াই করে চলেছে তখন এরকম সাশ্রয়ী মূল্যের কাস্টমাইজ প্যাক নিয়ে আসার উদ্যোগ ইতিবাচক। আমরা একে স্বাগত জানাচ্ছি।’