।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে নিম্নমানের ভূষির সাথে ক্ষতিকারক কাঠের গুরা ও ধানের গুড়া মিশিয়ে বস্তায় গায়ে তানিম কোম্পানী লি. এর সিল মেরে একজন অসাধু ব্যবসায়ী নির্বিঘ্নে নিম্নমানের ভুষি বাজারজাত করছিল। ঘটনাটি প্রশাসনের নজরে আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নুর-এ – জান্নাত রুমি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবসায়ী গোপাল পালের ২০ হাজার টাকা জরিমানা করেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উলিপুর উপজেলা সদরের পাল ট্রেডার্সের গুদামে। অভিযোগ রয়েছে, পাল ট্রেডার্সের স্বত্বাধিকারী দীর্ঘদিন ধরে জনপ্রিয় ব্র্যান্ড তানিম কোম্পানি লিঃ এর লোগো তৈরি করে বস্তায় লাগিয়ে কাঠের গুঁড়া মিশ্রিত ভেজাল ভূষি রি প্যাকিং করে বাজারজাত করছিল। এসব নিম্নমানের ভুষি খাওয়ানোয় স্থানীয় খামারিদের পশু নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছিল। অভিযান পরিচালনার সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল আজিজ প্রধান নির্বাহি অফিসারের সাথে ছিলেন।
//নিউজ/উলিপুর//সুভাষ/নভেম্বর/১১/২০