।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পূর্নবাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার।
কৃষি পূর্নবাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় প্রাকৃতিক দূর্যোগের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৫ হাজার ৫ শত ৫০ জন কৃষককে পূর্নবাসনের আওতায় গম, সরিষা, সূর্য়মূখি, চিনাবাদাম, ডাল, টমেটো, মরিচ ও প্রণোদনার কর্মসূচির আওতায় ২ হাজার ৮শত ৬০ জন কৃষককে গম, ভূট্রা, সরিষা, শীতকালীন ডালসহ পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হবে।
এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইয়াকুব আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তাবিফুর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ হাড়ি,কৃষক প্রতিনিধি পার্থ সারথী সরকার, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার প্রমূখ।
//নিউজ/উলিপুর//মালেক/নভেম্বর/১১/২০