।। নিউজ ডেস্ক ।।
মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান এ শ্লোগানকে সামনে রেখে উলিপুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে। রবিবার (নভেম্বর ১) সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নারী সংগঠক ফরিদা ইয়াসমীন, রুপেন্দ্র মজুমদার, জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদৌলা, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক সোহরাব আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক রঞ্জন মজুমদার ভোলা, উলিপুর পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আব্দুল মালেক প্রমূখ। পরে যুব ঋণের চেক, সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়।
//নিউজ/উলিপুর//মালেক/নভেম্বর/১/২০