।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম জেলা পুলিশের ধারাবাহিক উদ্যোগে রাজারহাট বাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। রাজারহাট বাজার বণিক সমিতির সহযোগিতায় সিসিটিভি স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।
বুধবার (২১ অক্টোবর) রাতে রাজারহাট বণিক সমিতি সিসিটিভি’র উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। বাজার বণিক সমিতির সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নুরে তাসনীম। রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহিবুল ইসলাম বলেন, কুড়িগ্রামের গুরুত্বপূ্র্ণ বাজারসমূহ সিসিটিভির আওতায় নিয়ে আসতে কাজ করছে জেলা পুলিশ কুড়িগ্রাম। চুরি, ছিনতাই ও রাত্রীকালিন আড্ডা ঠেকাতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। তিনি যে কোন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান।
রাজারহাট বাজারে ১৬ টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। এতে বাজারের প্রধান সড়ক ও বাজারের দোকান সহ গুরুত্বপূর্ণ স্থানগুলো সিসিটিভির আওতায় আনা হয়েছে। রাজারহাট বাজার বণিক সমিতির সার্বিক সহযোগিতায় এই সকল সিসিটিভি স্থাপিত হয়।
উদ্বোধনী আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বনিক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী প্রমূখ। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷
//নিউজ/কুড়িগ্রাম//আবু জাফর/অক্টোবর/২২/২০