।। নিউজ ডেস্ক ।।
বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৫/৪ এস এর অভ্যন্তরের কাউনিয়ারচর বন্দর নামক এলাকা থেকে তাদেরকে আটক করে বিজিবি। বিজিবি জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এস এম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত ব্যক্তিরা হলো, ভারতের মানকাচর জেলার দক্ষিণ শালমারা থানার হাট শিংগীমারী এলাকার নুরুল ইসলামের ছেলে সেলিম মিয়া (২০), একই এলাকার আমিরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (১৯) ও সানোয়ার হোসেনের ছেলে মাহালম শেখ (২০)।
বিজিবি জানায়, গরু ব্যবসার লেনদেন করার লক্ষ্যে ওই ৩জন অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। সন্দেহ হলে বিজিবির টহল দল তাদের আটক করে। আটককৃতদেও রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান,ভারতীয় ৩ নাগরিকের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করেছে।