|| নিউজ ডেস্ক ||
উলিপুরে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার দলদলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ঠুটাপাইকর উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেরুল হক মাষ্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নিমাই সিংহ, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সভাপতি ডাঃ গোলাম হক্কানী, ইউপি সদস্য রাজু আহম্মেদ।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার, ত্রাণ বিষয়ক সম্পাদক মঞ্জুরুল সরদার বাবু, সহ-প্রচার সম্পাদক প্রভাষক শাহীনুর আলমগীর, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, এ্যাড. কামরুজ্জামান মুন্সি রানা, প্রদীপ কুমার বর্মন, উলিপুর পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আব্দুল মালেকসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।
সভায় অধ্যাপক এম এ মতিন এমপি বলেন, তিস্তা নদী খনন প্রকল্প নিয়ে একটি মহল ষড়ষন্ত্রে লিপ্ত হয়ে সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ করছে। তারা বিএনপি-জামাতের প্রেতাত্মা হয়ে সাধারণ মানুষকে ভুল তথ্য দিয়ে সরকারকে বেকায়দায় ফেলানোর কৌশল নিয়ে কাজ করছে। আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুড়িগ্রাম তথা উলিপুর উপজেলাকে বিশেষ গুরুত্ব দিয়ে উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন। আগামী দিনে কুড়িগ্রামের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। সভায় আওয়ামী লীগ আদর্শে বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। সেইসাথে দলদলিয়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে বলে জানান তিনি। পরে তিস্তা নদী পরিদর্শনের সময় সুসজ্জিত একটি নৌকা থেকে অভিনন্দন জানান নদী পাড়ের মানুষ।
//নিউজ/উলিপুর//মালেক/অক্টোবর/১০/২০