।। আব্দুল মালেক ।।
দেশব্যাপী শিশু-কিশোরী, নারী নির্যাতন এবং ধর্ষণের প্রতিবাদে উলিপুরে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে পৌর শহরের বড় মসজিদ মোড়ে উলিপুর উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অফ উলিপুর, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটি, ভিন্ন চোখ ফাউন্ডেশন, প্লান-বি, ফ্রেন্ডস ফেয়ার, কালের কণ্ঠ শুভসংঘ, সুপান্ত, মানব কল্যান সংস্থা বাংলাদেশ, পথের দিশারী যুব ও ছাত্র সংঘ, রুহি ফাউন্ডেশনসহ বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহন করে।
উলিপুর রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটির সভাপতি আপন আলমগীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কামরুজ্জামানি স্বাধীন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়ন মোহন্ত, সুপান্তের সাধারণ সম্পাদক বাবু দেব, ভিন্ন চোখ ফাউন্ডেশনের পরিচালক সৌমিক দে রাম, মানব কল্যান সংস্থা বাংলাদেশ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি মুরসালীন ইসলাম প্রমূখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা নারী-শিশু নির্যাতনকারী এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।