|| আব্দুল মালেক ||
উলিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে দুই বিধবা বোনের একটি টিনশেড ঘরসহ প্রায় ৪০ হাজার টাকার মালামাল আগুনে পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার পান্ডুল ইউনিয়নের কাগজীপাড়া গ্রামে।
জানা গেছে, ওই গ্রামের দিনমজুর বিধবা কহিনুর (৬০) ও গোলেনুর (৬৫) দীর্ঘদিন থেকে একই ঘরে দিন-যাপন করে আসছে। গত মঙ্গলবার রাত ৮ টায় তাদের নিজ ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পরে। বিধবা দুই বোনের আত্মচিৎকারে এলাকার লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। এর মধ্যে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল সার্ভিসকে খরব দিলে তার উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু আগুনে টিনশেড ঘরটিসহ প্রায় ৪০ হাজার টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
পান্ডুল ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার গোলাম রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভূক্তভোগীদের জন্য সাহায্যের ব্যবস্থা করব।