।। আব্দুল মালেক ।।
উলিপুরে ‘মানবতার ঘর’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও রক্তদানে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা ফকিরপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার। “আমার রক্ত অন্যের প্রাণ- রক্তই হোক আত্মার বাঁধন, তোমার রক্তে যদি বাঁচে কারো প্রাণ- তুমি তো মহান” এ শ্লোগানকে ধারণ করে, মানবতার ঘর সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার। বিপ্লব মন্ডলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তিস্তা নদী রক্ষা কমিটির জেলা শাখার সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, হোকডাঙ্গা ফকিরপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল ওহাব, থেতরাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মহসিন আলী, সংগঠনের সাধারণ সম্পাদক পঞ্চায়েত আলমগীরসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় শতাধিক ছাত্রছাত্রিসহ উদ্যোমী যুবকের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
উলিপুরে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও রক্তদানে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত
0
Ulipur.com
Ulipur.com is an online news portal focusing news & information from Kurigram, a northern district of Bangladesh.