।। আব্দুল মালেক ।।
উলিপুরে মুক্তিযোদ্ধো আসাদুজ্জামানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার দুপুর ১২ টায় উপজেলার ধরনীবাড়ী লতিফ রাজিয়া সিনিয়র ফাজিল মাদরাসার সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে প্রতিবেশির বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় মুক্তিযোদ্ধা আসাদুজ্জামানসহ ৪ জনের বিরুদ্ধে তার মেয়ে মমতাজ বেগম গত ২ আগষ্ট উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ মুক্তিযোদ্ধার পুত্র এমদাদুল হক রতনকে আটক করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করে। পরে গত ৯ আগষ্ট মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান (৬৪) আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ আদালতে তাকে কারাগারে পাঠান।
এলাকাবাসী জানায়, মুক্তিযোদ্ধার মেয়ে মমতাজ বেগমের বে-পরোয়ারা আচরণের জন্য বাবা-মেয়ের দীর্ঘদিন ধরে মত বিরোধ চলে আসছিল। এ কারণে মুক্তিযোদ্ধা তার দ্বিতীয় সন্তান এরশাদুল হকের সাথে বসবাস করত।
এদিকে, গত ১ আগষ্ট এমদাদুল হক রতনের সাথে তার বোন মমতাজ বেগমের মারামরি হলে মুক্তিযোদ্ধা আসাদুজ্জামানকে জড়িয়ে থানায় মামলা হয়।