।। সুভাষ চন্দ্র ।।
উলিপুরে করোনাকালীন প্রণোদনা হিসেবে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ৪৮০ জন শিক্ষক ও ৪০ জন কর্মচারির মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা হলরুমে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-জান্নাত রুমি, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবির উদ্দিন সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রব উপস্থিত ছিলেন।
উপজেলার বিভিন্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ৪৮০ জন শিক্ষককে ৫ হাজার ও ৪০ কর্মচারীর হাতে ২ হাজার ৫শত করে ৩ লাখ ৪০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
উলিপুর উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুর রশিদ সরকার বলেন,করোনা কালীন সময়ে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা প্রণোদনার চেক পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমরা আশাকরি আমাদের বেতন-ভাতা প্রদানে তিনি সদয় হবেন।