।। আব্দুল মালেক ।।
২৪ ইঞ্চি উচ্চতার শারীরিক প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থী সুমন মিয়া (১৩) কে হুইল চেয়ার ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে উপজেলা শিক্ষা অফিস চত্ত্বরে হুইল চেয়ার ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার আলী ইমরান, জাহিদুল ইসলাম ফারুক, দলদলিয়া ইউনিয়ন সমাজকল্যান সংস্থার উদ্যোক্তা সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, মাকসুদুর রহমান স্বাপন, মোজাহারুল ইসলাম রিন্টু, রতিদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়রে প্রধান শিক্ষক দীপক কুমার, প্রতিবন্ধি সুমন মিয়ার মা হাছনা বেগমসহ অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সুমন মিয়া উপজেলার দলদলিয়া ইউনিয়নের চর রতিদেব গ্রামের আইয়ুব আলীর পূত্র। চার ভাই ও এক বোনের মধ্যে সে তৃতীয় এবং রতিদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একজন মেধাবী ছাত্র। শারীরিক প্রতিবন্ধিতা নিয়েও ওই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির বার্ষিক পরীক্ষায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে ৫ম শ্রেণিতে লেখাপড়া করছে। তার সাফল্যে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকগণ বিস্মিত হয়।
অদম্য এ মেধাবী শিক্ষার্থী লাঠিতে ভর দিয়ে স্কুলে যাতায়াত করার বিষয়টি দলদলিয়া ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থার নজরে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলে ধরা হয়। পরে বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের নজরে আসলে এ মেধাবী শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীকে একটি হুইল চেয়ার প্রদান করেন। এছাড়াও দলদলিয়া ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে তাকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। তিস্তা নদীর ভাঙনে ভিটেমাটি হারিয়ে অন্যের জমিতে আশ্রিত দিনমজুর পিতা আইয়ুব আলী ৭ সদস্যের এ পরিবারটি নিয়ে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন।