।। সুভাষ চন্দ্র ।।
উলিপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির প্রযোজনা ও পরিচালনায় ভাওয়াইয়া গানের বিশেষ গীতিনকশা ”পিতা হারেয়া কাঁন্দেরে বাঙালি জাতি” সিডির মোড়ক উন্মোচন করা হয়। শুক্রবার বিকেলে বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি পাঁচপীর উলিপুরে অনুষ্ঠিত হয়।
একাডেমির সভাপতি এন্তাজ আলীর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: নুর-এ-জান্নাত রুমি।
এছাড়াও উপস্থিত ছিলেন ভাওয়াইয়া একাডেমির পরিচালক ভূপতি ভূষণ বর্মা, উলিপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কবির উদ্দিন সরকার ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে একজন অসহায় শিল্পীকে একটি হারমোনিয়াম ও একাডেমির জন্য একটি ফ্যান উপহার দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। পরে ভাওয়াইয়া একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।