।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, বই ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা সাব-রেজিষ্টার অফিসের উদ্যোগে অফিস চত্ত্বরে উপজেলা সাব-রেজিষ্টার মাহফুজুর রাহমানের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, দলিল লেখক সমিতির সভাপতি মোখলেছুর রহমানের। পিসি মোহরার রফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বাবলু পাঠান, অফিস সহকারি বিকাশ চন্দ্র, অফিসের কর্মচারিবৃন্দ ও দলিল লেখকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় স্কুল ও মাদরাসার ছাত্রছাত্রিদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দো’য়া মাহফিল অনুষ্ঠিত হয়।