।। আব্দুল মালেক ।।
উলিপুরে সামাজিক দূরুত্ব বজায় রেখে ৯৩ জন দুস্থ নারীর মাঝে খাদ্য সহায়তার ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়ন পরিষদে কোভিড-১৯ রেসপন্স প্রজেক্ট দ্বিতীয় রাউন্ডে নারী এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভের বাস্তবায়নে, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির কারিগরি সহায়তায় ও অক্সফাম বাংলাদেশ এর অর্থায়নে প্রতিজন নারীকে ৪০ কেজি চাল, সাড়ে ৪ কেজি মুসুর ডাল, সাড়ে ৪ কেজি মুগ ডাল, সাড়ে ৪ কেজি ছোলার ডাল, সাড়ে ৪ লিটার সোয়াবিন তেল, সোয়া ২ কেজি চিড়া, এক কেজি লবন ও এক কেজি চিনি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তবকপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ হোসেন মুকুল, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির মানব সম্পদ ব্যবস্থাপক জুলফিকার আলী, সিজিবিভি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী লুৎফর রহমান, পিএফ সাইফুল ইসলাম, নারী এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন, সহ সভাপতি আয়শা বেগম, একাউন্স এডমিন অফিসার হামিদুর রহমান প্রমূখ।