।। আব্দুল মালেক ।।
উলিপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় মঞ্চ চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে ৭ই মার্চের ভাষন, আমার মুজিব শিরোনামে অনলাইন কুইজ প্রতিযোগিতা, অনলাইন কবিতা পাঠ, সঙ্গীত, ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের‘র সভাপতিত্বে ঢাকা থেকে ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর থানা অফিসার ইনর্চাজ মোয়াজ্জেম হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব এমডি ফয়জার রহমান ও আলহাজ্ব গোলাম মোস্তফা।
এ সময় উপস্থতি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক স ম আল মামুন সবুজ, দপ্তর সম্পাদক নিমাই সিংহ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহরাব আলী মোল্লা, ত্রাণ বিষয়ক সম্পাদক মঞ্জুরুল সরদার বাবু, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক শাহিনুর আলমগীর প্রমূখ।
এদিকে দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।