।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে ঢাকাস্থ মনিপুর উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের উদ্যোগে ৩ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন মনিপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।
বুধবার (১২ আগস্ট ) দুপুরে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনন্তপুর, নয়াপাড়া সহ বিভিন্ন এলাকার ১৫০ বন্যার্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
পরে বিকেলে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে আরো ১৫০ বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার।
ত্রাণ বিতরণকালে উপস্থিত শিশুদের হাতে চিপস, চকলেট ও চানাচুর তুলে দেন পুলিশ সুপার। এ সময় জেলা পুলিশের তরফ থেকে মাস্ক বিতরণ করা হয়।
উলিপুরে ত্রাণ বিতরণ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মনিপুর উচ্চ বিদ্যালয় এসএসসি ৯৪ ব্যাচের আবুল ফাত্তাহ, আলফাজ উদ্দীন, উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, ওসি তদন্ত মোঃ রুহুল আমিন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাঃ সম্পাদক আতাউর রহমান বিপ্লব,বাংলাদেশ মফঃসল সাংবাদিক ফোরাম কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আবু জাফর সোহেল রানা, হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএম আবুল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, করোনা পরিস্থিতি ও বন্যাসহ বিভিন্ন দুর্যোগকালীন সময়ে পুলিশ সুপারের নিজস্ব উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।