।। আব্দুল মালেক ।।
উলিপুরে তিস্তা নদীর ভাঙন কবলিত বজরা ইউনিয়নের চর বজরা পূর্বপাড়া ও গুনাইগাছ ইউনিয়নের নাগড়াকুড়া টি-বাঁধ এলাকা পরিদর্শন করেছেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রংপুর পওর সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর শহীদ, কুড়িগ্রাম পাউবো’র নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম প্রমূখ। এসময় প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ বলেন, তিস্তা নদীর ভাঙ্গন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। উল্লেখ্য, গত এক সপ্তাহের ব্যবধানে তিস্তা নদীর অব্যাহত ভয়াবহ ভাঙ্গনে নদী অববাহিকার দলদলিয়া, থেতরাই, গুনাইগাছ ও বজরা ইউনিয়নে প্রায় দুই শতাধিক বাড়ি-ঘর ও আবাদি জমিসহ সরকারী স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
উলিপুরে তিস্তার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলীর
0
Ulipur.com
Ulipur.com is an online news portal focusing news & information from Kurigram, a northern district of Bangladesh.