।। সুভাষ চন্দ্র ।।
উলিপুরে চাঞ্চল্যকর সিদ্দিকুর হত্যা মামলার প্রধান আসামী আইনুল ওরফে আনোয়ার ও তার ভাই আমিনুলকে গ্রেপ্তার করেছে সিআইডি’র একটি দল। উপজেলার দূর্গাপুর ইউনিয়নের অর্জুন ডারা গ্রামের আব্দুল মজিদের পুত্র সিদ্দিকুর রহমানকে হত্যার পর ঘাতকরা দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিল।
সংশ্লিষ্ট সূত্র সাংবাদিকদের জানান, সিদ্দিকুর হত্যার পর থেকে ঘাতকদের অনুসন্ধানে সিআইডি কাজ করছিল। সম্প্রতি তাদের অবস্থান জানতে পেরে সিআইডি’র ইন্সপেক্টর মনোরঞ্জন রায়ের নেতৃত্বে এসআই ফারুক, এসআই খাদেমুল ও এএসআই মঞ্জুরুল ইসলাম গত ৫ জুলাই রোববার রাতে কুড়িগ্রাম সদর উপজেলার দাসেরহাট এলাকায় অভিযান চালায়। তারা সেখান থেকে চাঞ্চল্যকর সিদ্দিকুর হত্যা মামলার প্রধান আসামী আইনুল হক ওরফে আনোয়ার (৩৫) ও আমিনুল (৩০)কে আটক করে কুড়িগ্রাম সিআইডি অফিসে নিয়ে আসে। কুড়িগ্রাম ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবান বন্দি গ্রহণ শেষে আজ সোমবার আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
উল্লেখ্য, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের অর্জুন ডারা গ্রামের মজিদের পুত্র সিদ্দিকুর রহমানকে গত ২৮ মে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করে । এ ব্যাপারে উলিপুর থানায় একটি হত্যা মামলা রেকর্ড করা হলে মামলাটি সিআইডিকে তদন্তের জন্য দেয়া হয়।
দূর্গাপুরে চাঞ্চল্যকর সিদ্দিকুর হত্যা মামলার ২ ঘাতক সিআইডির জালে আটক
0
Ulipur.com
Ulipur.com is an online news portal focusing news & information from Kurigram, a northern district of Bangladesh.