|| নিউজ ডেস্ক ||
উলিপুরে ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে। ফলে উপজেলার ৮টি ইউনিয়নের প্রায় ৫৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পানি বন্দি এসব মানুষের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। অনেক স্থানে বীজতলা, পাট, ভুট্টা, কাউন, চিনা ও শাকসবজির ক্ষেতসহ গ্রামীণ কাঁচা-পাকা সড়ক প্লাবিত হচ্ছে। সেই সাথে তিস্তা ও ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন শুরু হয়েছে। ভাঙন কবলিত মানুষজন ভিটে মাটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে ধরলা নদীর পানি বিপদসীমার ৭১ সেন্টিমিটার ও ব্রহ্মপূত্র নদীর পানি চিলমারী পয়েন্টে ৭২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
উপজেলা নিবার্হী অফিসার মো. আব্দুল কাদের বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে ৮০ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেয়া হয়েছে।