|| আব্দুল মালেক ||
উলিপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল হাফিজ বাচ্চা মিয়ার ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে উলিপুর সরকারী ডিগ্রী কলেজ কক্ষে সাবেক ছাত্রনেতা পৌর আ‘লীগের সহ-সভাপতি নাজমুল হক মানিকের আয়োজনে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
কামরুজ্জামান স্বাধীনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সাবেক ছাত্রনেতা মনির হোসেন মনা মোল্লা, মরহুমের পুত্র মিজানুর রহমান লিটন প্রমুখ।
উল্লেখ্য, মরহুম আব্দুল হাফিজ বাচ্চা মিয়া ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান ও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তার নেতৃত্বে রৌমারীর দই খাওয়া মুক্তিযোদ্ধা ক্যাম্প স্থাপিত হয়। তিনি ১৯৭৪ সালে আওয়ামী লীগের উলিপুর থানা শাখার সভাপতি ও ১৯৭৬ সালে কুড়িগ্রাম মহকুমা শাখার সভাপতি ও রংপুর জেলা শাখার সহ-সভাপতি নির্বাচিত হন। তিনি মুজিবনগর সরকারের কাস্টমস কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালের ২৭ জুন তিনি উলিপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।