।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উলিপুর উপজেলা শাখার সাবেক কমান্ডার এম.ডি ফয়জার রহমানের নেতৃত্বে উলিপুরে অস্বচ্ছল ও গৃহহীন বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন প্রকল্পে গঠিত কমিটি বাতিলের দাবিতে গত ১৭ জুনের মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান করেছে ‘অস্বচ্ছল ও গৃহহীন বীর মুক্তিযোদ্ধাদের আবাসন বরাদ্দ কমিটি’।
বুধবার সকাল ১১টায় উলিপুর অডিটোরিয়াম হল রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘অস্বচ্ছল ও গৃহহীন বীর মুক্তিযোদ্ধাদের আবাসন বরাদ্দ কমিটি’র জাতীয় সংসদ সদস্যের মনোনীত প্রতিনিধি সাবেক কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক ডিপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, সাবেক ডিপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান প্রমুখ।
‘অস্বচ্ছল ও গৃহহীন বীর মুক্তিযোদ্ধাদের আবাসন বরাদ্দ কমিটি’তে মুক্তিযোদ্ধাগণের প্রতিনিধি নিয়োগের যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে মানববন্দন ও স্মারকলিপি প্রদান করেছে তার তীব্র প্রতিবাদ করে সাবেক কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, এম.ডি ফয়জার রহমান তার ব্যক্তিস্বার্থ ও রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য এমন মিথ্যা অভিযোগ আনয়ন করেন। যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। নীতিমালা মেনেই ‘অস্বচ্ছল ও গৃহহীন বীর মুক্তিযোদ্ধাদের আবাসন বরাদ্দ কমিটি’ গঠন করা হয়েছে।
তিনি আরো বলেন, সাবেক কমান্ডার এম.ডি ফয়জার রহমান ক্ষমতার অপব্যবহার করে প্রচুর অর্থ নিয়ে ৭৫ জন ভূয়া মুক্তিযোদ্ধার নাম জামুকা-এ প্রেরণ করেন, বিভিন্ন সময় মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা দিয়ে অর্থ গ্রহণ ও মুক্তিযোদ্ধার বিধবা পত্নীকে বিভিন্নভাবে হয়রানির কথা তুলে ধরেন।
বক্তবে সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু সাবেক কমান্ডার এমডি ফয়জার রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অনৈতিক সুবিধা আদায় ও মুক্তিযোদ্ধাদের ভাতার চেক দিয়ে টাকা উত্তোলন করার অভিযোগ করেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, এম.ডি ফয়জার রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্মেলন শেষে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদেরের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
নিউজ_ইনফো/উলিপুর/২০২০/০৬২৪/জরিফ উদ্দিন_সুভাস চন্দ্র