।। নুর আলম ।।
বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে তিন বছরে সাফল্য পেয়েছেন উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের শাহানুর রহমান সাগর। শাহানুর রহমান সাগরের চাষকৃত মাছ বর্তমানে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। বেকারত্ব দূর করতে মাত্র তিন বছর আগে পেশা হিসেবে বেছে নিয়েছেন মাছ। বর্তমানে মাছ চাষ করে বছরে কয়েক লাখ টাকা আয় করেন তিনি। নিজস্ব উৎপাদিত কাঁচামাল দিয়ে খাবার তৈরি করে সঠিক পদ্ধতিতে মাছ চাষ করে এই সফলতা পেয়েছেন। তার সাফল্যকে ওই এলাকার অনেকেই অনুসরণ করে মাছ চাষ করছেন।
পিতা জমির উদ্দীনের উৎসাহে পাঁচটি পুকুর নিয়ে মাছ চাষ শুরু করেন সাগর । কিছু দিন পর ১০ একরের একটি বিল লিজ নেন ৫ বছরের জন্য বাৎসরিক দুই লক্ষ টাকার বিনিময়ে। বর্তমানে বিল এবং ৫টি পুকুরে রুই, মৃগেল, কাতলা, কার্পজাতীয় মিঠা পানির মাছ চাষ করছেন সাগর। মাছ চাষের পাশাপাশি বিলে হাঁসের খামার তৈরি করেন তিনি। তার খামারে কাজ করে জীবিকা নির্বাহ করছেন এলাকার বেশ কিছু মানুষ।
মাছ চাষ বিষয়ে পরামর্শ নিতে প্রায় তার কাছে আসেন অনেকেই, তিনি তাদেরকে নানাভাবে পরামর্শ দিয়ে থাকেন। সাগর যখন কোনো বিষয়ে সমস্যায় পড়েন তখন দ্রুত উপজেলা মৎস্য অফিসে গিয়ে মৎস্য কর্মকর্তাদের পরামর্শ গ্রহণ করেন। মাছ চাষের ব্যাপারে তাকে সহযোগিতা করেছেন জেলা ও উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।