।। আব্দুল মালেক ।।
উলিপুরে করোনাভাইরাসের প্রাদূর্ভাব রোধে দলদলিয়া ইউনিয়ন সমাজকল্যান সংস্থার উদ্যোগে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উঠান বৈঠক, মাস্ক বিতরণ ও টেলিমেডিসিন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার দলদলিয়া ইউনিয়নের কর্পূরা মুন্সিবাড়ি থেকে ডাঃ রফিকুল ইসলাম সরদার এর সাথে মোবাইল ফোনে চিকিৎসা পরামর্শ গ্রহণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন দলদলিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি।
এসময় উপস্থিত ছিলেন সংস্থার উদোক্তা জনতা ব্যাংক লিঃ এর সিনিয়র অফিসার নাজিম হোসাইন, লালমনিরহাট সরকারী কলেজের প্রভাষক আরমান রহমান, শিক্ষক খন্দকার রাকিবুল হাসান রাশেদ, রেজাউল করিম, মাকসুদুর রহমান স্বপন, সূদর্শন রায়সহ স্বেচ্ছাসেবীবৃন্দ। এসময় দলদলিয়া ইউনিয়নকে করোনামুক্ত রাখতে সাধারণ মানুষকে সচেতণ করতে ব্যাপক প্রচারণার জন্য মাইকিংসহ লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। করোনা কালীন সময়ে দলদলিয়া ইউনিয়নের তিন কৃতি চিকিৎসক কুড়িগ্রাম বক্ষব্যাধি হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম সরদার, স্যার সলিমুল্ল্যাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের সার্জারী বিভাগের সহকারি রেজিষ্টার ডাঃ গোলাম মোহাইমেন রাসেল ও কুড়িগ্রাম সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ বিষাদ চন্দ্র টেলিমেডিসিন সেবার মাধ্যমে এ ইউনিয়নের মানুষকে চিকিৎসা সেবা প্রদান করবেন।